ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম ও ঢাকা থেকে ভারতে চেন্নাইয়ে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশের বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।
৩১ মার্চ ঢাকা থেকে প্রথম ফ্লাইটটি চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বাংলাদেশি কোনো এয়ারলাইন্সের চেন্নাই রুটে এই প্রথম ফ্লাইট চালু হতে যাচ্ছে।
ইউএস-বাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম-চেন্নাই পথে ওয়ানওয়ে ভাড়া শুরু ১৬ হাজার টাকা থেকে আর আসা-যাওয়ার ভাড়া জনপ্রতি ২৬ হাজার টাকা।
ঢাকা-চেন্নাই পথে ওয়ানওয়ে ভাড়া শুরু হবে ১৫ হাজার টাকা থেকে। আসা-যাওয়ার ভাড়া জনপ্রতি ২৪ হাজার টাকা।
প্রাথমিকভাবে রবি, মঙ্গল, বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ১০টা ৪৫ মিনিটে এবং ঢাকা থেকে ঢাকা থেকে সকাল ৯টা ১০ মিনিটে চেন্নাই এর উদ্দেশে ছেড়ে যাবে। আর চেন্নাই এর স্থানীয় সময় দুপুর ১২টা ৪৫ মিনিটে পৌঁছাবে।
অন্যদিকে চেন্নাই থেকে রবি, মঙ্গল ও বৃহস্পতির স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে এবং বিকাল ৪টা ৩০ মিনিটে চট্টগ্রাম ও সন্ধ্যা ৬টায় ঢাকায় পৌঁছাবে।
বাংলাদেশ থেকে প্রতি বছর বিপুল সংখ্যক পর্যটক চিকিৎসার জন্য চেন্নাই যান। চেন্নাই শহরে এবং ভেলোরে বেশ কয়েকটি আন্তর্জাতিক মানের হাসপাতালই বাংলাদেশিদের গন্তব্য।
ঢাকা-চট্টগ্রাম-চেন্নাই রুটে ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালিত হবে। বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে ৮টি বিজনেস ক্লাস, ১৫৬টি ইকোনমি ক্লাস এর আসন ব্যবস্থা আছে।#
কনটেন্ট এডিটর