জগন্নাথ জিউ মন্দিরের প্রবেশ পথে অলংকরণে সজ্জিত সুউচ্চ প্রবেশদ্বার। সিংহমূর্তি সম্বলিত এই প্রবেশদ্বারের নিচের দিকে আছে কয়েকটি দেবতার মূর্তি।
প্রবেশদ্বারের দ্বিতীয় তলায় চার ঘোড়ার রথ আর চারটি গম্বুজ। এর উপরে আছে আরও তিনটি গম্বুজ। প্রবেশদ্বারের এই দৃষ্টিনন্দন অলংকরণ আপনার নজর কাড়বে।
ত্রিপুরার রাজধানী আগরতলা শহরেই শ্রী জগন্নাথ জিউ মন্দির ও শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। বাংলাদেশ থেকে আখাউড়া বা রামপড়ের সাব্রুম হয়ে যেতে পারেন আগরতলায়।
ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় আগরতলা ছোট হলেও রাজ্যটিতে আছেন অনেক মন্দির।
শহরের কেন্দ্রস্থলে এই মন্দিরটি এখন শুধু ধর্মীয় স্থান নয় বরং পর্যটকদের কাছেও এক বড় আকর্ষণ।
ত্রিপুরার মহারাজা রাধাকিশোর মানিক্য নির্মিত উজ্জয়ন্ত প্রাসাদের অদূরেই জগন্নাথ দেবের এই মন্দির। প্রায় শত বছর আগে মহারাজা রাধাকিশোর মানিক্য এই মন্দিরটি স্থাপন করেন।
মন্দির চত্বরে প্রবেশ করেই দেখতে পাবেন পরিচ্ছন্ন সাজানো ফুলের বাগান ঘেরা এক প্রাঙ্গন। ত্রিপুরার স্থাপত্য শৈলীর অপূর্ব নিদর্শন বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে মন্দিরটি।
প্রাঙ্গনের একটি অংশে দেখতে পাবেন অজুর্নের বিশ্বরূপ প্রদর্শন। এর নিচেই আছে শ্রীকৃষ্ণের বাল্য লীলা প্রদর্শনী।
মন্দির প্রাঙ্গনের দেয়ালে আছে পাতাল পুরী হতে হনুমানের রাম লক্ষণ আনয়ন, বরাহ অবতার এবং বিষ্ণুবাহন গরুড়সহ অনেক কিছু।
মন্দিরের ভেতরেই আছে একটি পুকুর। অক্ষয় তৃতীয়াতে এই পুকুরে নৌকা ভাসিয়ে হয় চন্দনযাত্রা মহোৎসব। পুকুরের চারপাশে রেলিং এ ঘেরা। পুকুরের সীমানা দেয়ালের প্রতিটি পিলারের উপর স্থাপিত দেব- দেবীর মূর্তি।
শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ এর আয়োজনে আষাঢ় মাসে অনুষ্ঠিত হয় জগন্নাথ দেবের রথযাত্রা। আষাঢ়ের শুক্লা দ্বিতীয়া তিথিতে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন করা হয় এই মন্দিরে।
রথে চড়ে বলভদ্র, সুভদ্রা দেবী ও প্রভু জগন্নাথ দেব রাজধানী পরিভ্রমণ করেন। সন্ধ্যায় শ্রী মঠের গুন্ডিচা মন্দিরে ফিরে যায় রথ।
এছাড়া বছরের অন্যান্য সময় স্নানযাত্রা ও ঝুলনযাত্রা উপলক্ষে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মন্দির প্রাঙ্গনেই আছে অতিথিদের থাকার ব্যবস্থা, ফ্রি চিকিৎসাশালা ও ভোজনশালা। ঘরের পাশে আগরতলায় বেড়াতে গেলে অবশ্যই ঘুরে আসবেন জগন্নাথ জিউ মন্দির। ##
ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: শীত মানেই ভ্রমণের মৌসুম। বাংলাদেশে শীত সবে পড়তে শুরু করেছে। অনেকেই তাই পরিবার আর বন্ধুদের সাথে ঘুরতে বেড়িয়ে পড়েছেন। দেশের সীমা ছাড়িয়ে ভ্রমণের গন্তব্যে অন্যতম প্রধান আকর্ষণ দার্জিলিং। শৈল শহর দার্জিলিং পাহাড় আর মেঘের পসরা সাজিয়ে যেন বসে আছে ভ্রমণ পিপাসুদের জন্য। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাত হাজার ফুট উচ্চতার দার্জিলিং শহর জুড়ে […]
ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে (আইভিএসি) বৈধ ভিসায় অতিরিক্ত রুট অনুমোদনের সেবা ২২ নভেম্বর থেকে চালু হয়েছে। ২০ নভেম্বর ইন্ডিয়ান ভিসা এপ্লিকেশন সেন্টার (অাইভেক), বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ নভেম্বর থেকে বৈধ ভিসার অতিরিক্ত রুট অনুমোদনের সব আবেদন বাংলাদেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে গ্রহণ করা […]
নয়ন চক্রবর্ত্তী নতুন কিছু দেখার নেশা আর দুর্গমকে জয় করার বাসনা চিরকালই তারুণ্যের ধর্ম। ট্রেইলের হাতছানি তাই ফেরানো যায় না। তেমনি একটি দুর্গম ট্রেইল সোনাইছড়ি। মীরসরাই এর সবচেয়ে কঠিন ট্রেইলগুলোর অন্যতম। পুরাপুরি পাথুরে এই ট্রেইলের মিল আছে বান্দরবানের তিন্দুর পাথুরে সৌন্দর্য্যের সাথে। ধানক্ষেত ও আবাদি জমি মাড়িয়ে ট্রেইলের শুরুতেই আছে ঝরণার বারিধারা আর ছোট ছোট […]