আটলান্টিক মহাসাগর পাড়ের দেশ স্পেন। আর রাজধানী মাদ্রিদ তার কেন্দ্রস্থলে। তবে কবি ফেদেরিকো গার্সিয়া লোরকা জন্মেছিলেন দক্ষিণের জিব্রালাটার প্রণালি ঘেষা আন্দালুসিয়া প্রদেশের গ্রানাডায়। কিন্তু লোরকাকে খুঁজে পাবেন মাদ্রিদেই। স্পেনে ঘুরতে আসা পর্যটক অথবা যারা স্পেনের বাসিন্দা সবাই ঘুরতে আসেন প্লাজা দে সান্তা আনায়। এখানেই আছে সেন্ট্রাল মাদ্রিদের অন্যতম আকর্ষণ কবি ফেদেরিকো গার্সিয়া লোরকার ভাস্কর্য। প্লাজা […]