দেশে ভ্রমণ নৌ পথ বিদেশে ভ্রমণ ভ্রমণ যাতায়াত

৮০ যাত্রী নিয়ে প্রথম যাত্রা মধুমতির

ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ৮০ জন যাত্রী নিয়ে এমভি মধুমতি ঢাকা-কোলকাতা নৌ পথে প্রথম যাত্রা শুরু করেছে।

শুক্রবার রাত আটটায় নারায়নগঞ্জের পাগলায় বিআইডব্লিউটিসির মেরি এন্ডারসন (ভিআইপি জেটি) থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

এই যাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব আব্দুস সামাদ এবং নারায়ণগঞ্জের জেলা প্রশাসক রাব্বী মিয়া প্রমুখ।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৭০ বছর পর ঢাকা-কোলাকাতা নৌপথে আবার যাত্রীবাহী জাহাজ চলাচল শুরু হলো।

জাহাজটি বরিশাল-মোংলা-সুন্দরবন হয়ে আন্টিহারা ও হলদিয়ে রুট ধরে কোলকাতা যাবে।

এই ভ্রমণে এমভি মধুমতির কেবিন ভাড়া- দুইজনের ফ্যামিলি স্যুট ১৫ হাজার টাকা, প্রথম শ্রেণির যাত্রী প্রতি ৫ হাজার টাকা, দুজনের জন্য ডিলাক্স শ্রেণি ১০ হাজার টাকা, যাত্রী প্রতি ইকোনমি চেয়ার ২ হাজার টাকা এবং যাত্রী প্রতি সুলভ শ্রেণি বা ডেকে ১৫০০ টাকা।

এমভি মধুমতি ছাড়াও কোলকাতার মেসার্স আরভি ও বেঙ্গল গঙ্গা হলদিয়া হয়ে খুলনার আন্টিহারা, সুন্দরবন ও বাগেরহাটের মোংলা ও বরিশাল হয়ে ঢাকা যাওয়া-আসা করবে।#

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *