ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ঢাকা-গুয়াংজু রুটে আগামী ৬ ডিসেম্বর থেকে প্রতিদিন চলবে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর ফ্লাইট।
বর্তমানে সপ্তাহে ৪ দিন এই রুটে বেসরকারি বিমান সংস্থটির ফ্লাইট চলাচল করে।
ইউএস বাংলা বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ শাখার জিএম কামরুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মোট ১৬৪ আসন বিশিষ্ট বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ঢাকা-গুয়াংজু রুটের ফ্লাইট পরিচালনা করা হবে। এরমধ্যে থাকবে ৮টি বিজনেস ক্লাস আসন।
ঢাকা থেকে গুয়াংজু রুটে নূন্যতম ওয়ান ওয়ের ভাড়া ১৯ হাজার ৯৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ২৯ হাজার ৯৯৯ টাকা। সব ভাড়ায় ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভূক্ত।
এছাড়ও ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা-গুয়াংজু রুটে ভ্রমণকারীদের জন্য ২ রাত ৩ দিনের আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ ঘোষনা করেছে ।
এই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৩৬ হাজার ৯৯০ টাকা। এরমধ্যে আছেঢাকা-গুয়াংজু-ঢাকা বিমান টিকেট, ৩ তারকা হোটেলে আবাসন ব্যবস্থা এবং সকালের নাস্তা।
এই প্যাকেজে বিনাসুদে ৬ মাসের কিস্তির সুবিধাও আছে।
বর্তমানে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে শনি, রবি, মঙ্গল ও বৃহস্পতিবার রাত ১০টা ১০ মিনিটে গুয়াংজুর উদ্দেশ্যে ছেড়ে যায়। গুয়াংজুতে পৌঁছায় স্থানীয় সময় রাত ৩ টা ৫০মিনিটে।
আবার গুয়াংজু থেকে রবি, সোম, বুধ ও শুক্রবার ভোর ৫ টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এবং ঢাকায় পৌঁছায় সকাল ৭টা ৩০ মিনিটে।
এখন গুয়াংজু ছাড়াও আন্তর্জাতিক রুট সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, দোহা, মাস্কাট এবং কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
এছাড়া বাংলাদেশের অভ্যন্তরীন সব রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা।
বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর বিমান বহরে চারটি বোয়িং ৭৩৭-৮০০ ও তিনটি ড্যাশ৮-কিউ৪০০ সহ মোট সাতটি বিমান আছে। খুব শিগগিরই আরো দুটি বোয়িং ৭৩৭-৮০০ বিমান বহরে যুক্ত হচ্ছে। #
কনটেন্ট এডিটর