বিদেশে ভ্রমণ

লাখো পর্যটকের গন্তব্য মালদ্বীপ

ট্র্যাভেলিং চট্টগ্রাম প্রতিবেদন:

নীল সাগরের মাঝে ছোট্ট ছোট্ট দ্বীপ। নারিকেল বিথী, প্রবাল প্রাচীর আর হ্রদে ঘেরা এক স্বর্গরাজ্য যেন। সারা বিশ্বের পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্য এখন দ্বীপদেশ মালদ্বীপ।

বিশ্বের নানা প্রান্ত থেকে গেল বছরে ১৩ লাখের বেশি পর্যটক ভিড় করেছিল দেশটিতে। এই সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে।

এবছর সেপ্টেম্বর মাসেই বিদেশি পর্যটকের সংখ্যা ছাড়িয়ে গেছে ১০ লাখের সীমানা।

মালদ্বীপের ইব্রাহিম নাসির আন্তর্জাতিক বিমান বন্দর যা পরিচিত ভিলানা আন্তর্জাতিক বিমান বন্দর নামেও সেখানে ৯ সেপ্টেম্বর এ উপলক্ষ্যে আয়োজন করা হয় এক অনুষ্ঠানের।

মিলিয়নতম বিদেশি পর্যটককে স্বাগত জানাতে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদ্বীপের পর্যটন মন্ত্রণালয়, মালদ্বীপ ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং মালদ্বীপ মার্কেটি এন্ড পাবলিক রিলেসন্স করপোরেশনের কর্মকর্তারা।

কোরাল্যাপ গুনের নামের আমেরিকান নাগরিক হলেন চলতি বছর মালদ্বীপে ভ্রমণকারী ১০ লাখ তম পর্যটক। টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানে চড়ে স্ত্রীকে নিয়ে হানিমুনের উদ্দেশ্যে সেদিন মালদ্বীপ পৌঁছান তিনি।

সৌভাগ্যবান সেই পর্যটক জুটিকে পাঁচদিনের একটি ভ্রমণ প্যাকেজ উপহার দেয় একটি ট্যুরিজম সংস্থা। এমনকি দেশটির ভিতর তাদের যাতায়াতও স্পন্সর করে ট্রান্স মালদ্বীভিয়ান এয়ারওয়েজ।

বিমানবন্দরে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। আয়োজন করা হয় মালদ্বীপের ঐতিহ্যবাহী ‘বদু বেরু’ সাংস্কৃতিক পরিবেশনার।

২০১৭ সালের তুলনায় এক মাস আগেই মিলিয়ন পর্যটকের লক্ষ্যমাত্রা অর্জন করেছে মালদ্বীপ। গত বছর অক্টোবরে দেশটিতে ১০ লাখতম পর্যটক এসেছিলেন।

গত বছর মালদ্বীপের আসা পর্যটকের সংখ্যা ছিল ১৩ লাখেরও বেশি। চলতি বছর অগাস্ট পর্যন্ত মালদ্বীপে আসা পর্যটকের সংখ্যা ছিল ৯ লাখ ৭২ হজার ৮৩২ জন। এ হিসেবে পর্যটক প্রবৃদ্ধির হার ৮ দশমিক তিন শতাংশ।#

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *