ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: ২১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা ট্রাভেল মার্ট উপলক্ষে সব গন্তব্যের টিকেটে ১৫ শতাংশ মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নভোএয়ার জানায়, এ অফারটি পেতে গ্রাহকদের মেলায় এসে নভোএয়ার এর ফ্রিকোয়েন্ট ফ্লায়ারস প্রোগ্রাম “স্মাইলস” এর সদস্য হতে হবে।
বৃহস্পতিবার থেকে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ শুরু হচ্ছে। প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে।
গ্রাহকদের মেলা চলাকালীন সময়ের মধ্যে নভোএয়ার এর প্যাভিলিয়ন থেকে টিকেট ক্রয় বা বুকিং করতে হবে।
এছাড়াও কক্সবাজার ও কলকাতায় ভ্রমণের জন্য তিন দিন ও দুই রাতে হোটেলসহ আকর্ষনীয় প্যাকেজ ঘোষনা করেছে।
বর্তমানে নভোএয়ার এটিআর ৭২-৫০০ মডেলের ছয়টি নিজস্ব উড়োজাহাজ দিয়ে ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, যশোর, সিলেট, সৈয়দপুর, বরিশাল, রাজশাহী ও কলকাতা রুটে প্রতিদিন ফ্লাইট পরিচালনা করছে।
বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন ‘নভোএয়ার ঢাকা ট্রাভেল মার্ট-২০১৯’ প্যাভিলিয়ন নং-১ অথবা ১৩৬০৩ তে। #
কনটেন্ট এডিটর