ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: দুবাই ভিত্তিক বেসরকারি বিমান সংস্থা ফ্লাইদুবাই দুবাই-চট্টগ্রাম রুটে আবারো ফ্লাইট পরিচালনা শুরু করছে। এ কার্যক্রম শুরু হবে ২০ জানুয়ারি।
৯ ডিসেম্বর ফ্লাইদুবাই এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় সপ্তাহে সাতদিন ফ্লাইট পরিচালনা করা হবে চট্টগ্রাম থেকে।
ফ্লাইদুবাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (কর্মাশিয়াল) সুধীর শ্রীধরন বলেন, চট্টগ্রামে ফ্লাইদুবাইয়ের কার্যক্রম আবার শুরু করতে পেরে আমরা আনন্দিত।
ভাড়া ও শিডিউল সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন এই ঠিকানায় https://www.flydubai.com/en/plan/timetable ।
২০১১ সালের জানুয়ারি থেকে দুবাই-চট্টগ্রাম রুটে ফ্লাইট পরিচালনা শুরু করে ফ্লাইদুবাই। এ বছরের ১৪ জুন থেকে এই ফ্লাইট বন্ধ আছে।#
কনটেন্ট এডিটর