ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক: বাংলাদেশ পর্যটন করপোরেশ, চট্টগ্রামের ব্যবস্থাপক মোহাম্মদ মোতাহার হোসেন মনে করেন চট্টগ্রাম তথা দেশের পর্যটন খাতের বিকাশে ভূমিকা রাখবে ‘ট্র্যাভেলিং চট্টগ্রাম’।
চট্টগ্রাম থেকে প্রকাশিত ভ্রমণ বিষয়ক প্রথম অনলাইন পত্রিকা ট্র্যাভেলিং চট্টগ্রাম এর আনুষ্ঠানিক উদ্বোধনে শুভেচ্ছা জানিয়ে তিনি এ মন্তব্য করেন।
ট্র্যাভেলিং চট্টগ্রামের সাথে আলাপচারিতায় মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, এধরণের উদ্যোগকে স্বাগত জানাই। এখন ডিজিটাল যুগ। তরুণ প্রজন্মের অনেকেই অনলাইনের পাঠক।
“তরুণরা এখন সারাদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ায়। তারা দেশের বিভিন্ন সুন্দর গন্তব্যে ছুটে যায় ভ্রমণের উদ্দেশ্যে। আর সেসব অভিজ্ঞতা তুলে ধরে অনলাইনের মাধ্যমে।”
মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, পর্যটন খাতে চট্টগ্রাম বিভাগের সম্ভাবনা অপার। চট্টগ্রামে শুধু পর্যটন বিষয়ে আর কোনো গণমাধ্যম নেই। আশাকরি চট্টগ্রাম তথা দেশের পর্যটন খাতের বিকাশে ভূমিকা রাখবে ট্র্যাভেলিং চট্টগ্রাম।
“আমরা পর্যটনের বিকাশের লক্ষ্যে এবং পর্যটন করপোরেশনের বিভিন্ন উদ্যোগ সাধারণের কাছে পৌঁছে দিতে ট্র্যাভেলিং চট্টগ্রামের সাথে কাজ করতে চাই।”
পর্যটন খাতের বিকাশে বেসরকারি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও মন্তব্য করেন মোহাম্মদ মোতাহার হোসেন।
তিনি বলেন, পর্যটন করপোরেশনের পক্ষ থেকে বেসরকারি ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলোকে সর্বাত্মক সহযোগিতা করছি। বেসরকারি উদ্যোক্তারা খুব ভালো ভাবেই এগিয়ে যাচ্ছেন।
“বেসরকারি উদ্যোক্তারা যত বেশি এগিয়ে আসবেন তত দ্রুত এই খাত অগ্রগতির ধারায় এগিয়ে যাবে।”
পর্যটন বিকাশে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে তিনি বলেন, চট্টগ্রামে মোটেল সৈকতের মত একটি পর্যটন মোটেল গড়ে তোলা হয়েছে। এটি অত্যন্ত লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যেই।
“বাংলাদেশে প্রাকৃতিক ঐশ্বর্যে ভরপুর অনেক ভ্রমণ গন্তব্য আছে। দেশি-বিদেশি পর্যটকদের যত বেশি আকৃষ্ট করা যাবে তত বেশি এ খাত লাভবান হবে, পাশাপাশি দেশের অর্থনীতি এগিয়ে যাবে।”
মোহাম্মদ মোতাহার হোসেন বলেন, ট্রাভেলিং চট্টগ্রাম এর জন্য শুভকামনা। প্রত্যাশা রাখি পর্যটন খাতের সব সম্ভাবনা, অর্জন, সংকট ও অগ্রযাত্রার সঙ্গী হবে ট্র্যাভেলিং চট্টগ্রাম।#