ট্র্যাভেলিং চট্টগ্রাম ডেস্ক:
দেশের অভ্যন্তরে নিজেদের সপ্তম গন্তব্য হিসেবে বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার।
প্রতি সপ্তাহে সোম, বুধ, শুক্র ও শনিবার বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি।
১ সেপ্টেম্বর শনিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা থেকে বরিশালের পথে নভোএয়ারের প্রথম বিমানটি ছেড়ে যায়।
নভোএয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল রুটের সর্বনিম্ন ভাড়া (একমুখী) নির্ধারণ করা হয়েছে ২৭০০ টাকা।
সপ্তাহে চারদিন বিকেল সাড়ে তিনটায় ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বিমানটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে বিকেল ৪টা ২৫মিনিটে।
বরিশালের আগে নভোএয়ার প্রতিদিন দেশের অভ্যন্তরে চট্টগ্রাম, সৈয়দপুর, কক্সবাজার, যশোর, রাজশাহী ও সিলেট রুটে ফ্লাইট পরিচালনা করে।
এরমধ্যে ১ সেপ্টেম্বর থেকে যশোর ও রাজশাহী রুটে ফ্লাইট সংখ্যা বড়িয়েছে নভোএয়ার।
যশোর রুটে প্রতিদিন ৪টি ও রাজশাহী রুটে প্রতিদিন ১টির পাশাপাশি মঙ্গলবার, বৃহস্পতিবার ও রবিবার আরও ১টি করে ফ্লাইট পরিচালনা করবে।
এছাড়াও কলকাতা রুটে প্রতিদিন নভোএয়ারের বিমান চলাচল করে।#
কনটেন্ট এডিটর