উড়াউড়ি বিদেশে ভ্রমণ ভ্রমণ যাতায়াত

থাইল্যান্ড ভ্রমণে রিজেন্টের ‘বিশেষ অফার’

থাইল্যান্ড ভ্রমণে আকর্ষণীয় ও সাশ্রয়ী ‘বিশেষ অফার’ নিয়ে এসেছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ।

আগামী ১৪ মে থেকে শুরু হওয়া এই বিশেষ অফার ঈদের ছুটি বাদে চলবে ৩১ জুলাই পর্যন্ত।

১০ মে সন্ধ্যায় চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলে ট্যুর অপারেটরদের সাথে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় রিজেন্ট এয়ারওয়েজ।

রিজেন্টের সিসিও হানিফ জাকারিয়া জানান, ঢাকা থেকে ১৮ হাজার টাকায় এবং চট্টগ্রাম থেকে ২৩ হাজার ৭৯৬ টাকা ভাড়ায় ব্যাংকক ভ্রমণে বিনামূল্যে একরাত হোটেলে থাকার সুবিধা থাকছে এই বিশেষ প্যাকেজে।

ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে চারদিন থাইল্যান্ডের ব্যাংকক পর্যন্ত ফ্লাইট পরিচালনা করে রিজেন্ট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিজেন্ট এয়ারওয়েজের ডিএমডি সালমান হাবিব।

বক্তব্য রাখেন টুরিজম অথরিটি অব থাইল্যান্ড- টিএটি’র পরিচালক ইশরা স্টেপানাশেট ও  রিজেন্টের পরিচালক (বিক্রয় ও বিপণন) সোহেল মজিদ।

উপস্থিত ছিলেন রিজেন্টের মহাব্যবস্থাপক সুব্রত শর্মা, সহকারী মহাব্যবস্থাপক (হলিডেজ) কাজী আহমেদ উল্লাহ এবং টিএটি’র বিপণন কর্মকর্তা ভৈসালী শর্মা।

চট্টগ্রামের বিভিন্ন ট্যুর অপারেটার সংস্থার প্রতিনিধিদের অংশগ্রহণে ওই অনুষ্ঠানে লাটারিতে একজন বিজয়ীকে ব্যাংকক ভ্রমণের বিমান টিকেট দেয়া হয়।

 

কনটেন্ট এডিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *